২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইডিয়া প্রকল্পে এক হাজার নারী উদ্যোক্তাকে অনুদান

আইডিয়া প্রকল্পে এক হাজার নারী উদ্যোক্তাকে অনুদান -

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে এক হাজার নারী উদ্যোক্তাকে পাঁচ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে এক হাজার নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারী ক্ষমতায়নের অগ্রদূত। তিনি সারাবিশ্বে বাংলাদেশকে নারী ক্ষমতায়ন, নারী অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বা রোলমডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়নে নারীর আর্থিক সক্ষমতার গুরুত্ব তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন বঙ্গবন্ধু। আর তা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নারীর ক্ষমতায়নের ও কর্মসৃজনের অগ্রদূত। আগামীতে প্রযুক্তির মাধ্যমে ১৮ বছরের কম বয়সী কিশোরী উদ্যোক্তাদেরও এ অনুদান দেয়ার ঘোষণা দেন তিনি।

 

 

 


আরো সংবাদ



premium cement